ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

যুক্তরাষ্ট্রে ভবনধসে নিহত বেড়ে ৩৬

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরের সার্ফসাইড এলাকায় ধসে পড়া বহুতল ভবনের ধ্বংসাবশেষ থেকে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ দুর্ঘটনার ১২ দিন পর এখনো নিখোঁজ রয়েছেন ১০৯ জন। এখন পর্যন্ত ভবনের ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকাজ অব্যাহত রাখেন উদ্ধারকর্মীরা। তবে মিয়ামি উপকূলের দিকে ধেয়ে আসা মৌসুমি ঝড় ‘এলসা’র আঘাতে উদ্ধারকাজ ব্যাহত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


ঝড় এলসা নিয়ে শঙ্কার কথা জানিয়ে মিয়ামি-ডাড শহরের মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেন, এরই মধ্যে আবহাওয়া প্রতিকূল হয়ে পড়েছে। এ কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। আবহাওয়ার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।


এ দিকে ঝোড়ো বাতাসের কারণে ধ্বংসাবশেষ সরাতে বড় ক্রেনগুলোর সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন সার্ফ সাইডের মেয়র চার্লস বারকেট।


যদিও দাঁড়িয়ে থাকা অবশিষ্ট অংশ ক্রান্তীয় ঝড় এলসা আসার আগেই ভেঙে ফেলা হয়েছে। রবিবার রাতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে মায়ামি এলাকার সার্ফসাইড শহরের ১২তলা চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথ অ্যাপার্টমেন্ট ভবনের বাকি অংশটি গুড়িয়ে দেওয়া হয়।

ads

Our Facebook Page